Polytechnic Study Zone
MD.Masud Rana
Mob:01791825556
★অধ্যায়-১(ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২।ডিজিটাল সিগনালের সুবিধাগুলো আলোচনা কর।
৩।অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখ।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।Digital pulse wave form-এর Parameter-গুলো চিত্রসহ বর্ণনা কর।
★অধ্যায়-২(সংখ্যা পদ্ধতি ও অ্যারিথমেটিক কোড সমূহ)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।সংখ্যা পদ্ধতির কনর্ভাশন করতে হবে সব প্রকার।
২।বাইনারি টু গ্রে,গ্রে টু বাইনারি কনর্ভাশন করতে হবে।
৩।1s 2s কমপিলিমেন্টের যোগ বিয়োগ এর ম্যাথ করতে হবে।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।1's ও 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের নিয়মগুলো আলোচনা কর
২।বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির উদাহরণ সহকারে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
★অধ্যায়-৩(লজিক গেট সমূহ)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।মৌলিক লজিক গেটগুলোর প্রতীক, টুথ টেবিল ও বুলিয়ান সমীকরণ দেখাও
২।বিভিন্ন প্রকার লজিক IC এর প্রয়োগ ক্ষেত্র লেখ।
৩।7400আইসি এর পিন ভায়াগ্রাম অঙ্কন কর।
৪।একটি তিন ইনপুট বিশিষ্ট X-OR গেট অঙ্কন কর এবং ট্রুথ টেবিল দেখাও।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।NAND gate-এর ইলেকট্রিক বর্তনী অঙ্কনপূর্বক ট্রুথ-টেবিলসহ বর্ণনা কর।
২।লজিক গেইটের প্রতীক ও ব্যবহার লেখ।
৩।নর এবং ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমান কর?
★অধ্যায়-৪(লজিক ফাংশনসমূহের সরলীকরণ)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।Z=BC+BC+BC equation-কে সরল করে Logic circuit আঁক।
২।Karnaugh-map এর সাহায্যে Y= ABC+ABC+ABC+ ABC সমীকরণটি সরলীকরণ কর।
৩।ডি-মরগ্যানের সূত্র দুটি প্রমাণ কর।
৪।Y=ABC+ABC+ABC+ABC+ABC সরল কর?
৫।Karnaugh ম্যাপের সাহায্যে Y = ABC+ABC+ABC+ ABCসমীকরণটি সরলীকরণ কর।
৬। Y=A+B(C+A)Bসমীকরণটিকে সরল করে লজিক সার্কিট অঙ্কন কর।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।Y = ABC+ABD + ABCD + ABCD+ABCD + CD সমীকরণটিকে K-map এর সাহায্যে সরলীকরণ করে logic সার্কিট হয়
২।Y=ABCD+ABCD+ACD +ACD +ABDকে কারনাফ ম্যাপের সাহায্যে সরলীকরণ করে লজিক সার্কিট তৈরি কর।
★অধ্যায়-৫(ডিজিটাল আইসিসমূহ ও লজিক গোষ্ঠী)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।ডিজিটাল আইসির বৈশিষ্ট্য লেখ।
২।লজিক ফ্যামিলির প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
৩।লজিক পরিবারের শ্রেণিবিন্যাস কর।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।স্ট্যান্ডার্ড CMOS NOR গেইটের অপারেশন চিত্রসহ বর্ণনা কর।
২। একটি Standard TTL NAND গেইটের অপারেশন বর্ণনা কর।
৩।একটি CMOS NAND gate সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালি লেখ।
★অধ্যায়-৬(কম্বিনেশনাল লজিক সার্কিট)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।এক বিট কম্পারেটর এর মূলনীতি লেখ।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।চিত্রসহ প্যারিটি জেনারেটরের কার্যাবলি বর্ণনা কর।
২।হ্যামিং কোড দিয়ে ত্রুটি শনাক্তকরণ ও সংশোধন বর্ণনা কর।
★অধ্যায়-৭(অ্যারেথমেটিক লজিক সার্কিট সমূহ)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য কী কী?
২।ALU কীভাবে কাজ করে সংক্ষেপে আলোচনা কর।
৩।ক্যারি (Carry) ও বোরো (Borrow) কী?
৪।ALU-এর কাজের তালিকা তৈরি কর।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।Full Adder এর মূলনীতি, Logic Diagram & Truth table বর্ণনা কর।
২।ব্লক চিত্রের সাহায্যে ALU-এর কার্যপ্রণালি ব্যাখ্যা কর
৩।ব্লক চিত্রের সাহায্যে বাইনারি রেট মাল্টিপ্লায়ারের কার্যপ্রণালি বর্ণনা কর।
৪।Truth table ও Logic diagram-সহ Full subtractor-এর Operation বর্ণনা কর।
★অধ্যায়-৮(মাল্টিপ্লেক্সার ও ডি-মাল্টিপ্লেক্সার)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
4:1 Multiplexer-এর চিত্রসহ সংক্ষেপে বর্ণনা কর
মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য কী?
৩। 1:4 Demultiplexer এর Logic diagram & Operation table তৈরি কর।
★অধ্যায়-৯(এনকোডার ও ডিকোডার)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। LED LCD Display এর মাঝে পার্থক্য লেখ
২।7-সেগমেন্ট ডিকোডারের ব্যবহার লেখ।
৩।LED ও LCD ডিসপ্লে ব্যবহারের সুবিধা লেখ।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।ডিকোডারের কার্যপ্রণালি বর্তনী সহকারে বর্ণনা দাও।
২।8 to 3 Encoder-এর লজিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর।
৩। সেভেন সেগমেন্ট ডিসপ্লের লজিক সার্কিট অঙ্কন করে বর্ণনা দাও।
৪।BCD to 7 segment decoder এর সার্কিট আঁক এবং কার্যপ্রণালি বর্ণনা কর।
★অধ্যায়-১০(সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট)
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।J-K ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল অঙ্কন কর।
২।D-ফ্লিপ-ফ্লপের মূলনীতি সংক্ষেপে লেখ।
৩।ল্যাচ ও ফ্লিপ-ফ্লগের মাঝে পার্থক্য লেখ
৪।কম্বিনেশনাল ও সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের মাঝে পার্থক্য লেখ
৫।ফ্লিপ-ফ্লপে এজ ট্রিগারিং-এর সুবিধা কী?
৬।SR Flip-Flop-এর চিত্র আঁক।
৭।Synchronous Asynchronous circuit এর মাঝে পার্থক্য লেখ
৮।ফ্লিপ-ফ্লপের ব্যবহার উল্লেখ কর।
★★★রচনামূলক প্রশ্নঃ
১।J-K মাস্টার-স্নেক ফ্লিপ-ফ্লপ এর চিত্রসহ বর্ণনা দাও।
২। NOR গেটের সাহায্যে একটি Clocked S-R ক্লিপ-ফ্লপ সার্কিট অঙ্কন করে কার্যপদ্ধতি বর্ণনা কর।
৩।J-K Flip-Flop-এর কার্যপদ্ধতি বর্ণনা কর।
MD.Masud Rana
Mob:01791825556