Polytechnic Study Zone
MD.Masud Rana
Mob:01791825556
ফিজিক্স-১ সাজেশন
★অধ্যায়-১ঃ ভৌত
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ভৌত জগতের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর?
★★★রচণামূলক প্রশ্নঃ
১।। পদার্থ বিজ্ঞানের সাথে প্রযুক্তিবিদ্যার সম্পক ব্যাখ্যা কর?
★অধ্যায়-২ঃ ভেক্টর
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। দুটি দিক রাশির মান কখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়।
২। অদিক ও দিক রাশি বা ভেক্টর ও স্কেলার রাশির কাকে বলে ব্যাখ্যা কর?
৩।ভেক্টর যোগের ত্রিভুজটি সূত্রটি বর্ণনা কর?
★★★রচণামূলক প্রশ্নঃ
১। দুটি ভেক্টর রাশির স্কেলার গুনন ও ভেক্টর গুণন চিত্র সহ বর্ণনা কর?
২। ভেক্টর যোগের সমান্তরিক সূত্রটি লেখ এবং লব্ধির মান ও দিক নির্ণয় কর?
★গাণিতিক সমস্যাঃ
১।দুটি দিক রাশির প্রত্যেকটির মান 5 একক।তারা একই বিন্দুতে 120° কোণে ক্রিয়া করে।তাদের লব্ধির মান ও দিক বের কর?
২।A=2i^+2j^−k^+ও B=6i^−3j^+2k^হলে Aও Bএর মধ্যবর্তী কোণ বের কর?
★অধ্যায়-৩ঃ গতি এবং গতির সমীকরণ
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। প্রমাণ কর যে, S=ut+21at2
২। প্রমাণ কর যে, v2=u2+2as
৩।প্রমাণ কর যে, Sth=u+21a(2t−1)
৪। পড়ন্ত বস্তুর সূত্রগুলো ব্যাখ্যা কর?
৫। বেগ ও সরণের মধ্যে পার্থক্য লিখ?
★গাণিতিক সমস্যাঃ
১।একটি বস্তু 10 সেকেন্ডে এ 500m ও 10তম সেকেন্ডে 77m গেল।তাহলে 5 সেকেন্ডে ও 5তম সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে?
★অধ্যায়-৪ঃ বৃত্তাকার গতি
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কৌণিক বেগ ও রৈখিক বেগের মাঝে পার্থক্য লিখ?
২। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সর্ম্পক দেখাও?
★★★ রচণামূলক প্রশ্নঃ
১।দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার।
২। প্রমাণ কর যে, কেন্দ্রমুখী বল, F =rmv2বা mω2r
★অধ্যায়-৫ঃ বল ও সংঘর্ষ
★★ সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য লেখ?
২। নিউটনের গতির সূত্র গুলো ব্যাখ্যা কর?
৩। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন কর?
৪। জড়তা কাকে বলে? জড়তা কত প্রকার ও কি কি?
৫। ঘর্ষের সুবিধা ও অসুবিধা গুলো বর্ণনা কর?
৬। প্রমাণ কর যে, স্থির ঘর্ষণ গুনাংক µ = tanθ
★★★রচণামূলক প্রশ্নঃ
১। প্রমাণ কর যে F=ma অথবা P= mf এবং তা থেকে নিউটনের গতির প্রথম সূত্র প্রতিপাদন কর?
২। ভরবেগের নিত্যতার সূত্রটি প্রমাণ কর?
★অধ্যায়-৬ঃ অভিকর্ষ ও মহাকর্ষ
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কেপলারের সূত্রগুলো ব্যাখ্যা কর?
২। নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখে বর্ণনা কর?
৩।দেখাও যে, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না?
81 h উচ্চতায় g-এর সমীকরণ বের কর?
৫। h গভীরতায় g-এর সমীরকণ বের কর?
৬। বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য বের কর?
★★★রচণামূলক প্রশ্নঃ
১। মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা কর?
★অধ্যায়-৭ঃ সরল দোলন গতি
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সরল দোলন গতির বর্ণনা দাও?
২। সরল দোলন গতির বৈশিষ্ট্য লেখ?
৩। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের কর?
৪। সরল দোলকের সূত্রগুলো ব্যাখ্যা কর?
★★★রচণামূলক প্রশ্নঃ
১। সরল দোলকের গতি সরল দোলন গতি প্রমাণ কর?
★অধ্যায়-৮ঃ কাজ, ক্ষমতা, শক্তি
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। দেখাও যে, Ek=21mv2
২। ধনাত্মক ও ঋণাত্বক কাজ ব্যাখ্যা কর?
৩। কর্মদক্ষতা কাকে বলে? ব্যাখ্যা কর?
৪। কাজ, শক্তি, উপপাদ্য প্রমাণ কর।
৫। শক্তির নিত্যার সূত্র বর্ণনা কর?
★★★রচণামূলক প্রশ্নঃ
১। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যার সূত্র প্রমাণ কর?
অথবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে পরিমাণ স্থিতি শক্তি হারাবে ঠিক সেই পরিমাণ গতিশক্তি অর্জন করবে?
★অধ্যায়-৯ঃ স্থিতিস্থাপকতা
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। হুকের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর?
২। স্থিতিস্থাপক সীমা বলতে কি বুঝ?
৩। বিভিন্ন প্রকারর পীড়নের সংজ্ঞা দাও?
৪। পয়সনের অনুপাত কি? পয়সনের অনুপাত প্রমাণ কর, যে σ=DldL
★★★রচনামূলক প্রশ্নঃ
১। দেখাও যে একক আয়তনে কৃতকাজ = 1 পীড়ন × বিবৃতি 2
২। দেখাও যে ইয়ং গুনাংক, Y = AlFL
★অধ্যায়-১০ঃ পৃষ্টটান ও সান্দ্রতা
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সান্দ্রতা এবং সান্দ্রতা সহগ কী?
★★★রচনামূলক প্রশ্নঃ
১। দেখাও যে পৃষ্টটান=পৃষ্টশক্তি
২। দেখাও যে তরলের পৃষ্টটান T=2rρg(h+31)
★অধ্যায়-১১চাপ ও চাপের বৈশিষ্ট্য
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। চাপ সঞ্চালনে প্যাসকেলের সূত্রটি ব্যাখ্যা কর?
২। তরল পদার্থের চাপের বৈশিষ্ট্য গুলো লিখ?
৩। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ p= hpg
(note: রচনা মূলকে আসে এটি)
৪। 2m গভীরতায় পারদ স্তম্ভের চাপ কত?
★অধ্যায়-১২ঃতরঙ্গ
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ চিত্র সহ ব্যাখ্যা কর?
২। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য লিখ?
৩।স্থির তরঙ্গের বৈশিষ্ট্য লিখ?
৪। অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য লিখ।
৫। বিট কী? বিট গঠনের কৌশল বর্ণনা কর?
★রচণামূলক প্রশ্নঃ
১। চিত্র সহ অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় কর?
★গাণিতিক সমস্যাঃ
১।একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=0.5sin(200πt−1.57x)হলে SI এককে তরঙ্গ বিস্তার,কম্পাঙ্ক,বেগ ও পর্যায় কাল বের কর?
★অধ্যায়-১৩ঃ শব্দ ও শব্দের বেগ
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শ্রবনোত্তর ও অবশ্রুতি শব্দের ব্যবহার লিখ
২। শব্দের বেগের চাপের চাপের প্রভাব লিখ?
৩। প্রমাণ কর যে, V = fλ
★★★রচণামূলক প্রশ্নঃ
১। প্রতিধ্বনি সাহায্যে কীভাবে শব্দের গভীরতা নির্ণয় করা যায় বর্ণনা কর?
২। বাতাসে শব্দের বেগ সম্পকিত নিউটনের সূত্রটি প্রতিষ্ঠা কর এবং ল্যাপলাস সংশোধনী আলোচনা কর?
৩। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর
★১৪ঃ আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ব
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। গ্যাসের অনুর মৌলিক স্বীকার্যগুলো লেখ?
২। গ্যাসের আনবিক গতিতত্ত্ব বলতে কি বুঝ?
★★★রচণামূলক প্রশ্নঃ
১। প্রমান কর যে স্থির চাপে নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।
২। প্রমাণ কর যে PV = nRT
★অধ্যায়-১৫: আদ্রতা
★★সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ বলতে কী বুঝ?
২। কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝ?
★★★রচণামূলক প্রশ্নঃ
১। ১৮ জলীয়বাষ্প জলীয়বাষ্প চাপ চাপ ও ও বায়ুচাপের মধ্যে সর্ম্পক স্থাপন কর?
২। প্রমান কর যে স্থির চাপে নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।