১.পলির বর্জন নীতি ব্যাখ্যা কর?
২.উদাহরণসহ আইসোটোপ, আইসোটোন ও আইসোবার কাকে বলে লেখ।
৩.অরবিট ও অরবিটালের মাঝে পার্থক্য লিখ।
৪.আউফবাউ নীতি ব্যাখ্যা কর?
৫.উদাহরণ সহ (n+l) নীতি ব্যাখ্যা কর?
১. কোয়ান্টাম সংখ্যা কী? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও।
২.পরমাণুর মূল কণিকা কী? বিভিন্ন প্রকার মূল কণিকার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
**গানিতিক সমস্যা:
১.15°C তাপমাত্রায় ও 770 মিমি (Hg) চাপে 500 সিসি অক্সিজেন গ্যাসে কয়টি অনু থাকে?
২.। 27°C তাপমাত্রায় 780 মিমি (পারদ) চাপে। লিটার গ্যাসের ভর 0.034 গ্রাম। গ্যাসটির আণবিক ভর নির্ণয় কর।
১.যোজ্যতা কী? যোজ্যতার ইলেক্ট্রন মতবাদ বর্ণনা কর।
২.CO2সংকেতটির তাৎপর্য লেখ।
৩.কিছু যৌগের গাঠনিক সংকেত প্রাক্টিস করতে হবে।
১.পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা কর?
২.বাষ্প ও গ্যাসের মধ্যে পার্থক্য লিখ।
১. একটি গ্যাসের 17 deg * C হলো। ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল। কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বৃদ্ধি পেল?
২.27°সে. তাপমাত্রায় ও 750 মিমি চাপে একটি গ্যাসের আয়তন 500 মিলি হলে 77°সে. তাপমাত্রা ও 700 মিমি চাপে এর আয়তন কত হবে?
৩.প্রমাণ কর যে,PV=nRT
১.সিগমা ও পাই বন্ধনের মাঝে পার্থক্য লিখ।
২.সমযোজী বন্ধন কাকে বলে?উদাহরণ সহ ব্যাখ্যা দাও?
৩.আয়নিক বন্ধন কাকে বলে?উদাহরণ সহ ব্যাখ্যা দাও?
১.আয়নিক যৌগের বৈশিষ্ট্য গুলো লিখ?
২.NaCl এর ভিতরে কি ধরনের বন্ধন বিদ্যমান তা ব্যাখ্যা কর?
১.দেখাও যে, "সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নহে'।
২.।আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা দাও।
অথবা,অ্যাসিড ও ক্ষারকের আধুনিক সংজ্ঞাসহ উদাহরণ দাও।
৩.অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য লেখ।
৪.ক্ষারকের ধর্ম বা বৈশিষ্ট্য লিখ।
৫.Na2CO3 দ্রবণ ক্ষারধর্মী কেন? বুঝিয়ে দাও।
১.লবণ কাকে বলে? উদাহরণসহ মিশ্র লবণ, যুগ্ম লবণ ও জটিল লবণ সম্পর্কে আলোচনা কর।
১.প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কী বুঝায়?
২.সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কী বুঝ?
৩.কোনো দ্রবণের pH বলতে কী বুঝ?
১.বাফার দ্রবণ কাকে বলে? বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বর্ণনা কর। অথবা, বাফার দ্রবণ কী? এর ক্রিয়া কৌশল আলোচনা কর।
২.PH বলতে কী বুঝ? কৃষিক্ষেত্রে ও শিল্পকারখানায় pH-এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আলোচনা কর।
১.মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া লেখ।
২.অটো প্রভাবক বলতে কী বুঝ? উদাহরণ দাও।
৩.প্রতিস্থাপন ও প্রশমন বিক্রিয়ার বর্ণনা দাও।
৪.পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া কাকে উদাহরণসহ লিখ।
৫.শিল্পক্ষেত্রে প্রভাবকের ৪টি ব্যবহার লেখ।
৬.আইসোমারিক বা সমাণুকরণ বিক্রিয়া কাকে বলে?উদাহরণ সহ লিখ।
১.প্রভাবক বলতে কী বুঝ? উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রভাবকের বর্ণনা দাও।
২.রাসায়নিক বিক্রিয়া সংঘটনের উপায়গুলো বর্ণনা কর।
৩.H2(g) + Cl2(g)=2HCI(g)-এই সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা কর।
১. রিডক্স বিক্রিয়া কী? জারণ ও বিজারণের যুগপৎ ক্রিয়া বর্ণনা কর।
২.জারণ-বিজারণের ইলেকট্রনীয় মতবাদ উদাহরণসহ ব্যাখ্যা কর।
১.জারণ বিজারণের আধুনিক মতবাদ উদাহরণসহ আলোচনা কর।
১.খর পানির ব্যবহারের সুবিধা লেখ।
২.খর পানি ব্যবহারের অসুবিধা লিখ।
৩.খয় পানি ও মৃদু পানির পার্থক্য লেখ।
১.পানির স্থায়ী খরতা ও অস্থায়ী খরতা কাকে বলে? এটি দূরীকরণের পারমুটিট প্রণালি বর্ণনা কর।
১.তড়িৎ বিশ্লেষণ বলতে কী বুঝায়?
২.তড়িৎ বিশ্লেষ্যের বৈশিষ্ট্যগুলো লেখ
৩.তড়িৎ প্রলেপন বলতে কী বুঝায়? এর উদ্দেশ্য কী?
১.তড়িৎ প্রলেপন কী? তড়িৎ প্রলেপন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, ইলেকট্রোপ্লেটিং ব্যাখ্যা কর।
১.কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও।
২. ক্যাটিনেশন কী? কার্বনের ক্যাটিনেশন ধর্ম ব্যাখ্যা কর।
৩.অ্যালকের প্রথম চারটি যৌগের গাঠনিক সংকেত লেখ।
অথবা,মিথেন, ইথেন, প্রোপেন ও বিউটেনের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত লেখ।
১.গঠন কাঠামো অনুসারে জৈব যৌগের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২.জৈব ও অজৈব যৌগের পার্থক্য লেখ।
৩.সমগোত্রীয় শ্রেণি কাকে বলে? অ্যালকেনের প্রথম চারটি যৌগের নাম ও সংকেত লেখ।
১.অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন?
২.উটর্জ বিক্রিয়া কাকে বলে?
৩. জৈব যৌগের ব্রোমিন দ্রবণ পরীক্ষা লেখ।
১.ইউপ্যাক (IUPAC) পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের বা অ্যালকেনের নামকরণের নিয়মগুলো লেখ।
১.প্রাইমারি (১), সেকেন্ডারি (২) ও টারসিয়ারি (3") অ্যালকোহলের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
২.অ্যালকোহলের উদাহরণসহ সংজ্ঞা দাও।
৩.রেকটিফাইড স্পিরিট কী? এটি কী কাজে লাগে?
৪.ওয়াটার গ্যাস কী? এর প্রস্তুতি লেখ।
১.শ্বেতসার বা স্টার্চ থেকে ইথানল উৎপাদন মূলনীতিসহ বর্ণনা কর।
২. অ্যালকোহলের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
১."বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ"- ব্যাখ্যা কর
২.অ্যারোমেটিক যৌগ বলতে কী বুঝায়?
৩.অ্যারোমেটিক যৌগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
৪.ফেনল থেকে বেনজিন সংশ্লেষণ করা হয় কীভাবে?
৫.অ্যাসিটিলিন থেকে বেনজিন সংশ্লেষণ করা হয় কীভাবে?
১.হাকেল নিয়ম কী? হাকেল নিয়মের বৈশিষ্ট্যগুলো লেখ।
MD.Masud Rana
B.Sc in CSE
Mob:01791825556