১। কোনো পরিবাহীর মাঝ দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়?
২। কারেন্ট ও ভোল্টেজ কাকে বলে? এদের প্রতীক ও ব্যবহারিক একক লেখ।
কপার,অ্যালুমিনিয়াম,জার্মেনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও
পরমাণুর স্থায়ী কণিকাগুলোর মাঝে তিনটি পার্থক্য লেখ।
১। পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
২। পাঁচটি পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহীর নাম লেখ।
১। ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ব্যাখ্যা দাও।
২.রোধের সূত্রগুলো লেখ?
অথবা,দেখাও যে, পরিবাহীর রোধ R=AρL
১।ক্যাপাসিটর সিরিজ সংযোগের ক্ষেত্রে প্রমাণ কর যে,
CS1=C11+C21+C31
২। ক্যাপাসিটর প্যারালাল সংযোগের ক্ষেত্রে প্রমাণ কর যে, CP= C1+C2+C3
প্রমাণ কর যে, W = CV2
অথবা, দেখাও যে ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি, W = CV2
১।ওহমের সূত্রের ব্যবহার লেখ।
২।জুলের তাপীয় সূত্রটি লেখ।
৩।ওহমের সূত্রটি লিখে এর সীমাবদ্ধতা উল্লেখ কর।
১।ওহমের সূত্রটি ব্যাখ্যা কর?
অথবা,কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সংজ্ঞা দাও এবং এদের সম্পর্ক নির্ণয় কর।
অথবা প্রমাণ কর যে, V = IR.
৩।প্রমাণ কর যে,H =JI2Rt/H=4.2I2Rt/ H=.24I2Rt(ক্যালরি), যেখানে সংকেতগুলো প্রচলিত অর্থন বহন করে।
১। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ কী কী?
২।প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ কী কী?
৩।বাসগৃহে কী ধরনের সার্কিট ব্যবহার করা হয় এবং কেন?
৪।সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য লিখ।
৫।একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদানগুলোর নাম লিখ।
৬।একটি আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১। সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমান কর যে, RS=R1+R2+R3\\
২। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমান কর যে,\\
RP1=R11+R21+R31
১। একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250V,100W বাতিটি কতটুকু কারেন্ট নিবে?
২। একটি বাতির গায়ে লেখা আছে 100 ওয়াট, 200 ভোল্ট। বাতিটির রেজিস্ট্যান্স এবং এর ভিতর দিয়ে প্রবাহি কারেন্টের মান কত?
৩।অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ও এনার্জি মিটারকে একটি বাতির সঙ্গে একত্রে সংযোগ দেখিয়ে একটি বর্তনী চিত্র অঙ্কন কর?
৪।বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির মাঝে পার্থক্যগুলো লেখ।
৫।বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি লোডসহ অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার-এর সংযোগ চিত্র অঙ্কন কর।
১। তার এবং ক্যাবলের মধ্যে পার্থক্য কী?
২। একটি তারের সাইজ ২ × ৩/০.০২৯" বলতে কী বুঝায়?
৩।2×3/0.036" PVC তার বলতে কী বুঝায়?
৪।সুষ্ঠু সংযোগের ধাপগুলো লেখ।
অথবা, Joint করার ধাপগুলোর নাম লেখ।
৫।সোন্ডার কী এবং এটা কীসের তৈরি
৬।PVC , TRS SWG-এর পূর্ণ নাম লেখ।
১।জয়েন্ট করার ধাপগুলো বর্ণনা কর।
২।ডুপ্লেক্স জয়েন্ট কীভাবে করা হয়? চিত্রসহ বর্ণনা কর।
৩।ওয়েস্টান ইউনিয়ন জয়েন্ট কীভাবে সম্পন্ন করা হয়? বর্ণনা কর।
১।হাউজ ওয়্যারিং-এর শ্রেণিবিভাগ লেখ।
২।কহুইট ওয়্যারিং-এর সুবিধা কী কী?
৩।বৈদ্যুতিক ওয়্যারিং-এ সিলিং-রোজ ব্যবহার করা হয় কেন?
৪।বাসাবাড়িতে ওয়্যারিং শেষে কী কী টেস্ট করা হয়?
১।ওয়্যারিং কাকে বলে? তা কত প্রকার ও কী কী?
২।চিত্রসহ চ্যানেল ওয়্যারিং করার ধারাবাহিক প্রক্রিয়া বর্ণনা কর।
৩।সারফেস কণ্ডুইট করার নিয়ম পদ্ধতি বর্ণনা কর।
১।আকার-আকৃতি, কাজ এবং প্রয়োগ অনুসারে নাইফ-সুইচকে কীভাবে ভাগ করা হয়?
২।ফ্লুরেসেন্ট টিউবলাইটের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ।
৩।একটি বাতিকে দুটি জায়গা থেকে নিয়ন্ত্রণের বর্তনী অঙ্কন কর।
১।দুটি SPDT সুইচ (টু-ওয়ে)-এর সাহায্যে একটি বাতি নিয়ন্ত্রণের সার্কিট ও ব্যবহার লেখ।
২।একটি কলিং বেলকে ইনডিকেটর ল্যাম্পসহ দু' স্থান হতে নিয়ন্ত্রণের সার্কিট চিত্র অঙ্কন কর।
৩।চিত্রসহ ফ্লুরোসেন্ট টিউবলাইটের কার্যপ্রণালি বর্ণনা কর।
১। প্রোটেকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র বলতে কী বুঝায়? কী কী কারণে রক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়?
২। নিউট্রাল লাইনে ফিউজ লাগানো হয় না কেন?
৩। ফিউজ ও সার্কিট ব্রেকারের মাঝে ৪টি পার্থক্য লেখ।
৪। বিদ্যুতাঘাত বলতে কী বুঝায়?
৫। কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস ক্রিয়া চালাবার পদ্ধতি কয়টি এবং কী কী?
১। একটি মিনিয়েচার সার্কিট ব্রেকারের গঠনাকৃতি বর্ণনা কর। অথবা, MCB-এর গঠন ও কার্যপ্রণালি চিত্রসহ বর্ণনা কর।
২। বিদ্যুতাঘাত এড়াবার জন্যে কী কী সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হয়?
৩। কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালাবার জন্যে নেইলসন পদ্ধতিটি বর্ণনা কর।
১। আর্থিং-এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কী?
২।বিভিন্ন প্রকার আর্থিং-এর নাম লেখ।
★★★রচনা মূলক প্রশ্নঃ
১।পাইপ আর্থিং কীভাবে করা হয়? চিত্রসহ বর্ণনা কর।
২।প্লেট আর্থিং-এ ব্যবহৃত প্লেটের আকার উল্লেখপূর্বক পদ্ধতিটি বর্ণনা কর।
১।একটি ফ্লুরোসেন্ট টিউবলাইটের স্টার্টার ও চোক কয়েলের কাজ কী?
১।সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের গঠন ও কার্যপ্রণালি বর্ণনা কর।
২।একটি এলইডি ল্যাম্পের গঠন ও কার্যপ্রণালি লেখ।
১।ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি বলতে কী বুঝায়?
২।ফ্লাক্স ডেনসিটি কাকে বলে?
৩।অ্যাবসলুট পারমিয়্যাবিলিটি কাকে বলে?
৪।ফ্লেমিং-এর রাইট হ্যান্ড রুল কী? এটি কোথায় ব্যবহৃত হয়?
৫।চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলো কী কী
১। চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলো কী কী?
২।ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত বিধি চিত্রসহ বর্ণনা কর।
১।ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র লেখ।
২।লেনজের সূত্র কী?
৩।সেলফ ইন্ডাকট্যান্স কী?