ক্লাস টেষ্ট-১
১ম পর্ব সকল টেকনোলজি
বিষয়:কেমিস্ট্রি
সময়:১:৩০ মিনিট
পূর্ণমান:৪০
[ক ও খ বিভাগের সকল এবং গ বিভাগ থেকে যে কোন ৪ টি প্রশ্নের উত্তর দাও]
ক বিভাগ(মান ৮×১=৮)
১।পলির বর্জন নীতি কাকে বলে?
২।ইলেকট্রন বিন্যাস কর:Cr,Cu এর
৩।পরম শূন্য তাপমাত্রা কাকে বলে?
৪।ZnO এর অম্লত্ব কত ও কেন?
৫।প্রশমণ বিক্রিয়া কাকে বলে?
৬।K2Cr2O7এর গাঠনিক সংকেত লিখ?
৭।সিমগা বন্ধন কাকে বলে?
৮।K2Cr2O7এর ক্রোমিয়াম এর জারন সংখ্যা বের কর?
খ বিভাগ(মান ৬×২=৮)
৯।পলির বর্জন নীতি ব্যাখ্যা কর?
১০।যোজনীর ইলেকট্রনীয় মতবাদ ব্যাখ্যা কর?
১১।আউফবাউ নীতিটি বিবৃত কর। এই নীতির আলোকে 3d ও 4s অরবিটালের শক্তির তুলনা কর।
১২।দেখাও যে, "সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়"।
১৩। অটো প্রভাবকের উদাহরণসহ ব্যাখ্যা দাও।
১৪।আয়নিক বন্ধন উদাহরণ সহ ব্যাখ্যা কর?
গ বিভাগ(মান ৪×৫=২০)
১৫।কোয়ান্টাম সংখ্যা কি?বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা আলোচনা কর?
১৬।রাসায়নিক বিক্রিয়া সহযোগে দেখাও যে, জারণ-বিজারণ যুগপৎ বিক্রিয়া।
১৭।25°C তাপমাত্রায় ও 770 মিমি (Hg) চাপে 500 সিসি অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে?
১৮।রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায় গুলো ব্যাখ্যা কর?
১৯।পরমাণু মূল কণিকা কি?বিভিন্ন প্রকার মূল কণিকা গুলোর বর্ণনা দাও?